সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৪

লিনাক্স এর ব্রাইটনেশ সমস্যা সমাধান !!!

উবুন্টু ১২.0৪ এ একটা সমস্যা হল কম্পিউটার চালু হবার পর প্রতিবার ব্রাইটনেস ম্যাক্সিমাম হয়ে থাকে। ব্রাইট অ্যাডজাস্ট করলেও আবার রি-স্টার্ট পর ম্যাক্সিমাম হয়ে যায়।

এই প্রব্লেম থেকে মুক্তি পেতে টার্মিনাল ওপেন করুন এবং লিখুনঃ(এখান থেকে কপি পেস্ট ও করতে পারেন)

sudo gedit /etc/rc.local

দেখবেন একটা এডিটর ওপেন হবে। এবং সেখানে কিছু কোড লিখা আছে। কোড এর exit 0 আগের লাইন এ লিখুনঃ

echo 4 > /sys/class/backlight/acpi_video0/brightness

(Note: 4 is my setting. 20 is maximum. You can set to 9 if you want to set the brightness as mid. 4 is good for me to use battery)

তারপর সেভ করুন। আপনার কাজ হয়ে গেছে। এখন রিস্টার্ট দিন। দেখবেন আপনার সমস্যার সমাধান হয়ে গেছে।