সোমবার, ৯ মার্চ, ২০১৫

স্টার্ট মেনুর সার্চ বারটিকে ব্যবহার করে আপনার লোকাল ফাইলগুলো সার্চ করুন !!!



এই বিশাল হার্ডডিস্ক এর কোন ড্রাইভের কোন ফোল্ডারে যে কোন ফাইল রাখি তা কি সব সময় মনে রাখা সম্ভব... আর তাই আমাদের অনেক সময়ই সার্চ করে ফাইলটিকে বের করতে হয়...
আমরা যখন কোন ড্রাইভে গিয়ে সার্চ করি তখন আমাদের অনেক বেশী সময় নেয়... যা খুবই বিরক্তিকর... তাই আজ আমরা কীভাবে স্টার্ট মেনুর সার্চ বারটিকে ব্যবহার করে ফাইল সার্চ করা যায় তা শিখব... কেননা স্টার্ট মেনুর সার্চ বারটি অনেক ফাস্ট অর্থাৎ এখান থেকে যেকোন ফাইলকে খুব তাড়াতাড়ি সার্চ করে বের করা যায়...। তাই আজ আমরা শিখব কীভাবে উইন্ডোজ সেভেন কিংবা এইট এর স্টার্ট মেনুর সার্চ বার টিকে ব্যবহার করে কম্পিউটারের ফাইল গুলোকে সার্চ করে বের করা যায়।  তো শুরু করা যাক...
খুব সহজ ভাবে বলি... আমি যখন প্রথম কম্পিউটার পায় তখন যে উইন্ডোজ টি দেয়া ছিল সেটাতে আমার যেকোন ড্রাইভের যেকোন ফাইলকেই এর স্টার্ট মেনুর সার্চ অপশন থেকে খুজে পেতাম। কিন্তু পরের বার যখন উইন্ডোজ দিলাম তখন আর কোন ফাইলকেই স্টার্ট মেনু তে যে সার্চ অপশন টি আছে সেখান থেকে খুজে পাওয়া যেত না। তাই খুব ঝামেলা হত যেকোন জিনিস খুজে পেতে। অনেক দিন থেকে কোন সমাধান না পেয়েও কিছুদিন আগে নিজেই নিজেই অপশন টি খুজে পেলাম। পরে গুগলিং করে আরেকটি জিনিস শিখলাম। আর তাই এটা আপনাদের সাথে শেয়ার করতে আজকের এই পোষ্ট। আশা করছি আমি বিষয়টি বুঝাতে সক্ষম হয়েছি... তো আসুন শুরু করি...
প্রথমে আমরা স্টার্ট মেনু তে ক্লিক করি... তারপর স্টার্ট মেনুর ডানদিকের যেকোন ফাকা যায়গায় মাউস এর ডান বাটন এ ক্লিক করে প্রোপার্টিজ properties এ যায়। তাহলে taskbar and start menu properties নামে নিচের মত স্ক্রীন দেখতে পাব...
চিত্র নং ১...



এখন উপরের চিত্রের মত startmenu tab এর customize এ ক্লিক করি... তাহলে নিচের মত আরেকটি স্ক্রিন পাব... এবার ২ নং পিকচার এর শেষের দিকে স্ক্রল ডাউন করে আসি।
পিকচার নং ২:
 






এবার search with public folders অর্থাৎ ২ নম্বর চেক বক্সে চেক দিয়ে ওকে করি।
আপনি যদি এতটুকু করতে পারেন তাহলে আপনি প্রথম step টি complete করেছেন। এবার শেষ কাজ টুকু করলেই শেষ...
এবার start menu তে ক্লিক করে সার্চ বক্সে টাইপ করুন, indexing options ...
এবার indexing options এ ক্লিক করুন তাহলে নিচের মত স্ক্রীন আসবে...
চিত্র নং ৩...






এবার Modify এ ক্লিক করুন। তাহলে আবার নিচের মত স্ক্রিন পাবেন...
চিত্র নং ৪
 





উপরের চিত্রের মত স্ক্রীন আসলে আপনার কাজ প্রায় শেষের পথে... খেয়াল করুন উপরের বক্সের গুলোতে টিক চিহ্ন দেয়ার ব্যবস্থা আছে কিন্তু নিচের টিতে নেই... আসলে উপরের টি থেকে আমরা চেঞ্জ করতে পারব কোন টি ইনডেক্স হবে আর কোনটি হবে না।
অর্থাৎ সার্চ মেনু থেকে সার্চ করলে কোন ফাইলগুলো খুজবে আর কোন গুলো ইগনোর করবে, তা এখান থেকে সিলেক্ট করা যায়... 
উপরের চিত্রে দেখুন আমি আমার সি ড্রাইভকে চেক মার্ক দেয়নি। তার মানে হচ্ছে যে যদি কেউ স্টার্ট মেনুর সার্চ বার থেকে আমার সি ড্রাইভের কোন ফাইলকে সার্চ করে তাহলে সে কোন কিছু খুজে পাবে না...এবং দেখুন বাকী ড্রাইভগুলো আমি চেক করি রেখেছি...
এখন ধরুন যে আপনার কোন একটি পার্সোনাল ফোল্ডারকে এর ইনডেক্স থেকে বাদ দিতে চাচ্ছেন তাহলে কি করবেন...
একটু খেয়াল করলেই দেখতে পাবেন, আপনি যেখানে টিক দিয়ে মার্ক করছেন তার ডানপাশে একটি সাদা কালারের রাইট এরো রয়েছে। যেকোন ফোল্ডার টিকে আপনি ইগ্নোর করাতে চান সেই ড্রাইভের সেই ফোল্ডার টি থেকে টিক তুলে দিন তাহলেই হবে... যেমন নিচের চিত্রে লক্ষ্য করুন...
চিত্র নং ৫...





যেমনটি আমি করেছি photos নামের ফোল্ডার টিতে । এখন যদি স্টার্ট মেনুর সার্চ বারটি থেকে photos ফোল্ডার এর কোন ফাইলকে সার্চ করা হয় তাহলে তা আর সার্চ রেজাল্ট এর মধ্যে আসবে না... 
এবার টিক চিহ্ন দেয়া হয়ে গেলে ok করে বেরিয়ে আসুন...
যদি আপনাদের স্টার্ট মেনুর সার্চ বারটিই না থাকে তাহলে কী করবেন? অথবা কীভাবে এটি লুকোবেন, যাতে অন্য কেউ এটি ব্যবহার করতে না পারে... আমাদের এই পোষ্ট টি তে দেখে নিন...
এবার সব শেষ কাজ,  হ্যা এবার উইন্ডোজ বাবাজীকে তার শেষ ওষুধ দিন... তো মারেন কম্পিউটার রিস্টার্ট...। ব্যস তাহলে ই কাজ শেষ। এবার আপনার কম্পিউটারের যেকোন ফাইল কে আপনার স্টার্ট মেনুর সার্চ বার থেকে খুজে বের করুন... ধন্য বাদ ...। আমাদের সাথে ফেসবুকে যোগ দিতে আমাদের পেজে লাইক দিন...
যদি এত কিছু করার ধৈর্য্য না থাকে তাহলে  everything নামের সফটওয়ার টি নামিয়ে নিন তাহলেই হবে...
তো আজকের মত এখানেই শেষ করছি... সবাই ভাল থাকেন সুস্থ থাকেন... আল্লাহ হাফেজ...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন