সোমবার, ১২ আগস্ট, ২০১৩

উইন্ডোজ ব্যবহার কারীরা আপনার সিস্টেম ভলিউম বাড়িয়ে নিন !!!


মুলত যারা উইন্ডোজ ব্যবহার করেন তারা মনের মত ভলিউম পান না। মনে হয় যে আমার সাধের সাউন্ড বক্স টি যেন অকেজো হয়ে গেছে । চিন্তা নেই দেখুন কিভাবে আপনার সিস্টেম ভলিউম আপ করতে পারেন।
মুলত আমি উইন্ডোজ সেভেনে স্ক্রিন সর্ট নিয়ে দেখাচ্ছি।
  প্রথমে আপনি যে কোন একটি গান অথবা ফাইল

বাজান। এবার আপনার ডেস্কটপে ডান বাটন ক্লিক করে personalize পারসোনালাইজ এ ক্লিক করুন। তারপর নিচে সাউন্ড অপশন এ ক্লিক করুন। অথবা আপনি কন্ট্রোল প্যানেল এ গিয়ে sound এ ক্লিক করুন।এবার সেখান থেকে playback ট্যাব ( tab) সিলেক্ট করুন। তাহলে নিচের মত স্ক্রিন পাবেন। 




এখান থেকে speakers সিলেক্ট করুন।  তারপর নিচে properties এ ক্লিক করুন। তাহলে speaker properties নামে নতুন একটি উইন্ডো আসবে। সেখান থেকে আপনি enhancement ট্যাবে ক্লিক করুন। তাহলে নিচের মত অপশন পাবেন।                                                               



এবার voice cancellation বাদে সবগুলোতেই টিক চিহ্ন দিয়ে ওকে করে বেরিয়ে আসুন। এবার দেখুন আপনার সাউন্ড বেড়ে গেছে। সকলের সার্বিক সুস্থতা কামনা করে শেষ করছি। ধন্যবাদ...।।
 ফেসবুকে আমাদের পেতে www.facebook.com/techline
 


        

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন