মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০১৩

পাসওয়ার্ড ছাড়াই উইন্ডোজ এক্সপি তে লগ ইন করুন !!!

আপনি যদি কোনো পাসওয়ার্ড দেয়া পিসি তে পাসওয়ার্ড ছাড়া লগ ইন করতে চান তাহলে নিচের পদ্ধতি টি অনুসরণ করুন
. পিসি স্টার্ট করুন,
.লগ ইন করার জন্য যখন আপনার কাছে পাসওয়ার্ড চাইবে তখন ctrl+alt+delete একসাথে দুইবার প্রেস করুন,

. এখন যে ছোট স্ক্রিন টি আসবে সেখানে user name administrator টাইপ করুন এবং পাসওয়ার্ড এর যায়গা খালি রাখুন,
. Ok করে লগ ইন করুন
এভাবে আপনি পার্সনাল একাউন্ট এর পাসওয়ার্ড না জেনে পিসি তে লগ ইন করতে পারবেন। administration এর যদি এক্সপি সেট up  দেয়ার সময়ে যদি Password  থাকে তাহলে এভাবে লগিন হবে না। তবে বেশিরভাগ ইউজার administration Password  দেয় না। তারা নিজেদের পার্সনাল একাউন্ট এর পাসওয়ার্ড ব্যবহার  করেন। আপনি চাইলে administrator এর একাউন্ট থেকে Personal একাউন্ট এর Password পরিবর্তন করে Personal একাউন্ট লগ ইন করতে পারবেন এজন্য নিচের স্টেপগুলি খেয়াল করুন

. administrator একাউন্ট লগ ইন এর পর Run গিয়ে cmd টাইপ করে enter করুন,
. এখন cmd কমান্ড net user লিখে enter প্রেস করুন,
. আপনার উইন্ডোজের সব ইউজার/একাউন্ট এর নাম চলে আসবে
. এখন টাইপ করুন net user accoutname password ( যে একাউন্ট এর Password পরিবর্তন করতে চান সেটার নাম) 12345 (12345 হল Password আপনি আপনার পছন্দ মত Password দিতে পারেন )  যেমন –net user unmadona 12345
5. enter প্রেস করে কমান্ড Successful করুন,
এরপর থেকে unmadona একাউন্ট আপনি  পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। ধন্যবাদ। :D

1 টি মন্তব্য: