শুক্রবার, ১১ অক্টোবর, ২০১৩

শোকরগুজার হউন, সাফল্য অর্জন করুন...





সাফল্যের পথে প্রথম পদক্ষেপই হচ্ছে শুকরিয়া আদায় করা। এটা বৈজ্ঞানিক ভাবে স্বীকৃত যে শুকরিয়া আদায় করলে অস্থির মন স্থির হয়। তাছাড়া এটা অতীতের গ্লানি আর ভবিষ্যতের আশঙ্কা থেকে মনকে মুক্ত করে। এটা আপনাকে আশাবাদী করে, আত্তবিশ্বাস বাড়ায়, কাজের প্রেরণা যোগায়, আর নানা রকম অজুহাত কমায়। মনকে প্রশান্ত করতে শুকরিয়া আদায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।আপনি এখনো দম নিতে পারছেন, এখনও বেচে আছেন আপনার জীবনের মুল্যবান স্বপ্ন পূরনের এখনও সুযোগ রয়েছে। তাছাড়া আপনি কি জানেন, ৫ শতাধিক মাংশপেশী, ২ শতাধিক হাড়, ৭০ থেকে ১০০ ট্রিলিয়ন দেহকোষের সমন্বয়ে গঠিত এই শরীরের প্রতিটি কোষে খাবার পৌছে দিচ্ছে শিরা ও ধমনীর ৬০ হাজার দীর্ঘ পাইপ লাইন। আর ফুসফুসের মত রক্ত শোধনাগার!!! তাছাড়া আপনার হার্ট... প্রতিদিন ১৬ শত গ্যালনেরও বেশী রক্ত পাম্প করে। আপনার চোখের মত ছোট লেন্স যা দিয়ে এই বিশাল সৃষ্টি কে আপনি দেখছেন।বিশ্বের ৭ শত কোটি মানুষের মধ্যে আপনি অনন্য। আপনার মতো হুবহু দ্বিতীয় কাউকে খুজে পাবেন না। স্রষ্টা আপনার মত আর কাউকে সৃষ্টি করেন নি। আপনাকে এমন কিছু মেধা দিয়েছেন যা আর কাউকে দেন নি। আপনি হচ্ছেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। একবার চিন্তা করেছেন আপনার মস্তিস্ক হচ্ছে যেকোন সুপার কম্পিউটার এর চেয়ে ১০ লক্ষ গুন বেশী সক্তিশালী......তাহলে চিন্তা করুন কেন আপনি। শোকরগুজার হবেন ............তাই এখনই অন্তর থেকে বলুন আমাকে মানুষ হিসেবে সৃষ্টি করার জন্যে, আলহামদুলিল্লাহ্‌ ।
অন্যকে দেখানোর জন্যে শোকরগুজার হয়ে লাভ নেয় বরং নিজেকে দেখানোর জন্যেই শুকরগুজার হন...সাফল্য কে একধাপ আগিয়ে নিন...............

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন